Sunday, November 9, 2014

Change Face Easily

সহজেই একটি সফটওয়ারের মাধ্যমে এক ছবির মুখের জায়গায় অন্য ছবির মুখ বসা



আমরা যারা ফটোশপের কাজে Expert তারা সহজেই এক ছবির মুখের জায়গায় অন্য ছবির মুখ বসিয়ে দিতে পারেন। কিন্তু যারা ফটোশপের কাজ ভাল পারেন না তারা? আজ আই আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে সহজেই অন্য ছবির মুখ বসিয়ে দিতে পারবেন অনায়াসেই। সফটটির নাম FaceOffMax.3.5.1.8. সাইজ 22.46 MB. নাম দেখেই বুঝতে পারছেন এই সফটওয়্যারটির কাজই হল এক ছবির মুখের জায়গায় অন্য ছবির মুখ বসানো। কাজও খুব সোজা, আশা করি আপনাদের তা ভাল লাগবে।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। ভিতরে Patch ও Keygen দেওয়া আছে। ফুল ভার্সন করতে Read Text-টি অনুসরণ করুন।

কাজ খুব সহজ। তারপরও বললামঃ
  • সফটটি Open করুন সাধারণ নিয়মে। এখানে দুইটি Option থাকবে। যেহেতু সফটটি আপনি মাত্র ব্যাবহার করছেন তাই আপনি New Project Select করে Next-এ ক্লিক করুন।

  • আবার দুইটি Option পাবেন। Body Library থেকে সফটটির নিজস্ব Body Select করতে পারবেন। এছাড়া Picture File Select করে আপনি নিজের কম্পিউটার থেকে একটি Image Select করতে পারেন।


  • তারপর পাবেন তিনটি Option. Face Library Select করে নিজস্ব Face Select করতে পারবেন। Picture File Select করে আপনি নিজের কম্পিউটার থেকে Image অথবা Webcam ব্যাবহার করে Webcam থেকে ছবি তুলে Select করতে পারেন। আমি Select করলাম Face Library Option টি।


  • তারপর যেকোন একটি Image Select করে Edit করুন নিজের মনের মত করে। আমি এটা Edit করেছি তাড়াহুড়া করে। আপনারা নিজের মত করে সময় নিয়ে আরও সুন্দর করে করুন।







  • সবশেষেঃ

No comments:

Post a Comment