Saturday, August 15, 2015

Channel Studio Pro Full Version

 Channel Studio Pro 10



Channel Studio Pro is a fully automated software 

Channel Studio Pro is a complete solution for cable TV, IPTV or Webcast channels for scheduling,Titling (logos and tickers), and Playout to professional boards like Decklink or to stream to internet. Live input from any video source/URL.All popular video formats are supported.SD/HD playout model. The main highlight of the software is its flexibility and user friendly interface. Gapless playback. 

I have latest version Channel Studio. If you want it, you can contact me this number : +8801723562606 

Tuesday, August 11, 2015

Internet Download Manager 7 life time activated full version per-activated. Just download and install.... Enjoy lifetime  



Internet Download Manager (IDM) is a tool to increase download speeds by up to 5 times, resume and schedule downloads. Comprehensive error recovery and resume capability will restart broken or interrupted downloads due to lost connections, network problems, computer shutdowns, or unexpected power outages. Simple graphic user interface makes IDM user friendly and easy to use.Internet Download Manager has a smart download logic accelerator that features intelligent dynamic file segmentation and safe multipart downloading technology to accelerate your downloads. Unlike other download managers and accelerators Internet Download Manager segments downloaded files dynamically during download process and reuses available connections without additional connect and login stages to achieve best acceleration performance.
Internet Download Manager supports proxy servers, ftp and http protocols, firewalls, redirects, cookies, authorization, MP3 audio and MPEG video content processing. IDM integrates seamlessly into Microsoft Internet Explorer, Netscape, MSN Explorer, AOL, Opera, Mozilla, Mozilla Firefox, Mozilla Firebird, Avant Browser, MyIE2, and all other popular browsers to automatically handle your downloads. You can also drag and drop files, or use Internet Download Manager from command line. Internet Download Manager can dial your modem at the set time, download the files you want, then hang up or even shut down your computer when it's done.

Other features include multilingual support, zip preview, download categories, scheduler pro, sounds on different events, HTTPS support, queue processor, html help and tutorial, enhanced virus protection on download completion, progressive downloading with quotas (useful for connections that use some kind of fair access policy or FAP like Direcway, Direct PC, Hughes, etc.), built-in download accelerator, and many others.
Version 6.23 adds Windows 10 compatibility, adds IDM download panel for web-players that can be used to download flash videos from sites like MySpaceTV, and others. It also features complete Windows 8.1 (Windows 8, Windows 7 and Vista) support, video page grabber, redeveloped scheduler, and MMS protocol support. The new version also adds improved integration for IE 11 and IE based browsers, redesigned and enhanced download engine, the unique advanced integration into all latest browsers, improved toolbar, and a wealth of other improvements and new features.


 Download Here-----> Click Here

Sunday, November 16, 2014

এবার windows 10 ডাউনলোড করে সেটআপ করুন আপনার পিসি বা লেপটপে।


                                                                              এবার windows 10 ডাউনলোড করে
সেটআপ করুন আপনার পিসি বা লেপটপে।
windows 7 , 8 , 8.1 এর পর চালু হলো windows 10।
তো চলুন ডাউনলোড করা যাক।

এখানে ৩২বিট এবং ৬৪বিট আছে। 
এবার বলছি কিভাবে ডাউনলোড করে সেটআপ করবেন আপনি।
ডাউনলোড করে যে ফাইলটা পাবেন সেটা আপনাকে bootable করে নিতে হবে....

বাংলা ফন্ট ডাউনলোডের বিশাল ভান্ডার

বাংলা ফন্ট ডাউনলোডের বিশাল ভান্ডার



অনলাইনে বাংলা ফন্ট ডাউনলোডের বেশ কিছু ওয়েবসাইট আছে। তবে বেশিরভাগ ওয়েবসাইটের শুধু ফন্টের নাম আর ডাউনলোড লিংক থাকে। ফন্টের স্টাইল- অ, আ, ই, ঈ... ক, খ, গ, ঘ...
অক্ষরগুলো কেমন তা দেয়া থাকেনা। এতে সমস্যা যেটা হয় তা হলো- অনেক কষ্টে বেশ কয়েটি ফন্ট ডাউনলোড করে তা কম্পিউটারে ইন্সস্টল করার পর মাত্র একটি বা দুটি ফন্ট কাজে লাগে।

এই সমস্যা সমাধানেই http://www.freebanglafont.com এর সৃষ্টি। এই ওয়েবসাইট এ ফন্ট ডাউনলোড করার পুর্বেই আপনি বুঝতে পারবেন, এই ফন্ট দিয়ে বাংলা লিখলে দেখতে কেমন হবে। আবার এখানে বাংলা ফন্টকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এতে আপনার যেটা সুবিধা হবে তা হলো- স্টাইলিং ফন্টগুলো স্টাইলিং ক্যাটাগরিতে পাবেন, সুশ্রী ফন্ট সুশ্রী ক্যাটাগরিতে পাবেন, নিউজপেপার ফন্ট নিউজপেপার ক্যাটাগরিতে পাবেন। …
তাহলে একবার ঘুরে আসুন আমার http://www.freebanglafont.com ওয়েবসাইট থেকে।

Advanced SystemCare 8 PRO Full varsion

Advanced SystemCare 8 PRO Full varsion এখনি ডাউনলোড করে নিন ।


Advanced SystemCare 8 প্রো কী কাজ করে?
Advanced SystemCare 8 প্রো স্বয়ংক্রিয় এবং ম্যালওয়্যার রিমুভাল, রেজিস্ট্রি ফিক্স, প্রাইভেসি প্রোটেকশন, পারফরমেন্স টুন-আপ, এবং সিস্টেম পরিষ্কারের ক্ষমতা সব কিছু এক পিসি যত্ন সেবা প্রদান করে. এটি আপনার উপরে অনলাইন নিরাপত্তা ও সর্বোচ্চ পিসি কর্মক্ষমতা নিশ্চিত করার সর্বশেষ ব্রাউজার এন্টি-ট্র্যাকিং ও ইন্টারনেট বুস্ট প্রযুক্তির সঙ্গে উচ্চতর এবং নিরাপদ অনলাইন অভিজ্ঞতা, সৃষ্টি করে।

সুরক্ষা:
  • নিরাপত্তা হুমকি থেকে বেসিক প্রোটেকশন
  • উন্নত ম্যালওয়্যার সুরক্ষা
  • ভাইরাস, ট্রোজান ও ওয়ার্ম থেকে বিনামূল্যে আপনার সিস্টেম রাখুন
  • ডাউনলোড হচ্ছে এবং ভাগ করার সময় সক্রিয়ভাবে হুমকি অবরোধ
  • সার্ফ এবং নিরাপদে ওয়েব অনুসন্ধান
  • সিস্টেম মন্দার ছাড়া সখা নিরাপত্তা ভোগ
পারফরমেন্স:
  • বেসিক সিস্টেম অনুকূলতা
  • শীর্ষ পারফরমেন্স জন্য আলটিমেট সিস্টেম Tuneup
  • ইন্টারনেট সহায়তাকারী সঙ্গে আপ করতে 300% ইন্টারনেট Speedup
  • অনলাইনে অপ্টিমিজ সঙ্গে রিয়েল টাইম অনুকূলতা
  • ডিপ উইন্ডোজ রেজিস্ট্রি ক্লিন
  • সর্বাধিক হার্ড ড্রাইভ পারফরমেন্স
  • দৈনিক পিসি মেইনটেনেন্স জন্য 20 ওভার স্মার্ট সরঞ্জাম
গোপনীয়তা:
  • আপনি লগ-ইন করুন যখনই গোপনীয়তা সুরক্ষা জন্য অটো ক্লিন
  • ব্লক দূষিত আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার প্রচেষ্টা
Instructions:
1. Install Advanced SystemCare 8 Free from Setup Folder
2. Run Advanced SystemCare 8 Pro Crack from Crack Folder
3. Click Crack button & wait till a message pops
4. That's all now you are PRO !

স্পোকেন ইংলিশ শেখার জন্য খুব সহজ ও কার্যকরী নতুন কিছু বাংলা ই-বুক

স্পোকেন ইংলিশ শেখার জন্য খুব সহজ ও কার্যকরী নতুন কিছু বাংলা ই-বুক/ পিডিএফ(pdf) বই [ কম্পিউটার ভার্সন +মোবাইল ভার্সন +অডিও বা mp3 ভার্সন ]




মনের ভাব প্রকাশ করার একমাত্র উপায় ভাষা। আর পরিপূর্ণভাবে প্রকাশ করার একমাত্র উপায় মাতৃভাষা ...। মানুষ নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য তাদের মাতৃভাষা ব্যবহার করে থাকে। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ভিন্ন জাতি গোষ্ঠির মধ্যে ভাব আদান প্রদান করতে হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই ইংরেজিকে গ্লোবাল ল্যাংগুয়েজ করা হয়। তাই সভ্য জাতি হিসেবে ইংরেজি শেখাটা বাঞ্ছনীয়।
মাতৃভাষা ব্যতিত অন্য ভাষা আয়ত্তে আনা চারটি খানি কথা নয়। প্রয়োজন সেই ভাষা শেখার ধৈর্য্য, সেই ভাষার প্রতি শ্রদ্ধা আর সাধনা। ইচ্ছা থাকলে তা কখনই অসম্ভব নয়।
ইংরেজি ভাষা শেখানো আমাদের জাতীয় পাঠ্যনীতির অন্তর্ভূক্ত। ইংরেজি ভাষা শেখার আদর্শ সময় হচ্ছে মাধ্যমিক পর্যায় পর্যন্ত। কিন্তু যারা আমার মতো মফস্বল শহর থেকে লেখাপড়া করেছেন, স্কুল ফাঁকি আর দুরন্তপানার যাঁতাকলে সেই সময়টাকে মধুর জলাঞ্জলী দিয়েছেন তারা ভালো করেই জানেন ইংরেজি ভীতি কি? তাদের অধিকাংশেরই শেষ পরিণতি হয় সময়ের অভাবে ভালো কোন প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি শিখতে না পারাটা। যার ফলশ্রুতিতে মাশুল গুনতে হয় সারা জীবন। আর আফসোস করতে থাকেন জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোর জন্য। কিন্তু তারাই হয়তো একটু দিক নির্দেশনা পেলে তাদের সেই ভুলগুলোকে শুধরাতে পারেন। আর পারেন মাথানত জীবনের অবসান ঘটাতে।
ইংরেজি ভাষা শেখার জন্য অসংখ্য বই বাজারে আছে । কিন্তু সর্ব স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখার সব ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন বই নেই বললেও চলে । শুধু তাই নয় , বাংলা ভাষায় এমন কোন ইংলিশ স্পোকেন বই নেই যা পড়ে শিক্ষার্থীরা নিজেরাই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে । ফলে শিক্ষার্থীদের প্রতিক্ষেত্রেই কোচিং এর সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয় , নিজে নিজে ইংরেজি ভাষা শেখা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার যারা ভালো শিক্ষক ও কোচিং এর সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তারা ইংরেজি ভাষাকে পরিহার করা শুরু করে , একসময় তাঁদের মধ্যে ইংলিশ ভীতি সৃষ্টি হয় যা তাঁদের চির জীবনের দুঃখে পরিণত হয় ।
  •  এসব দিক বিবেচনা করেই স্পোকেন ইংলিশ এর উপর কিছু সহজ বই আপনাদের জন্য শেয়ার করলাম ...।
  •  বইগুলো কেমন বা কি কি সুবিধা আছে তা আপনাদের কে কিছুই বলব না ...
  • জাস্ট ডাউনলোড করে দেখুন অথাবা অনলাইন লাইভ দেশে সিদ্বান্ত নিন ডাউনলোড করবেন কিনা ?
  •  যাক অনেক আজাইরা প্যেচাল পারলাম এইবার মূল বিষয়বস্তুতে ফিরে আসি
নোটঃ
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি  ....এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...

Easy Learning English Conversation

এই বই সম্পর্কে একটাই কথা বলব কম্পিউটার /মোবাইল ও অডিও ভার্সন দুইটাই ডাউনলোড করুন
তারপর চ্যাপ্টার অনুযায়ি অডিও প্লে করে ওই চ্যাপ্টার পড়তে থাকুন...।
এর পর আশা করি উচ্চারণ নিয়েও কোন সমস্যা থাকবে না
অনলাইন লাইভ পড়তেঃ
http://adf.ly/1MDwZi
কম্পিউটার ভার্সনঃ
সাইজঃ ১১ এমবি
ডাউনলোড লিংকঃ http://adf.ly/1MDwf0
মোবাইল ভার্সনঃ
সাইজঃ ৩.৯ এমবি
ডাউনলোড লিংকঃ http://adf.ly/1MDwiz
অডিও বা mp3 ভার্সনঃ
Bangla To English Translation & conversation Mp3
সাইজঃ ১০১ এমবি
ডাউনলোড লিংকঃ http://adf.ly/1MDwoD

Basic Rules Of English Speaking

অনলাইন লাইভ পড়তেঃ
http://adf.ly/1MDwvM
কম্পিউটার ভার্সনঃ
সাইজঃ ১২.২ এমবি
ডাউনলোড লিংকঃ http://adf.ly/1MDwz0

মোবাইল ভার্সনঃ
সাইজঃ ৩.৫ এমবি
ডাউনলোড লিংকঃ http://adf.ly/1MDx20

Common errors in translation

অনলাইন লাইভ পড়তেঃ
http://adf.ly/1MDx5q

কম্পিউটার ভার্সনঃ
সাইজঃ ৩.৭ এমবি
ডাউনলোড লিংকঃ http://adf.ly/1MDxDf

মোবাইল ভার্সনঃ
সাইজঃ ১ এমবি
ডাউনলোড লিংকঃ http://adf.ly/1MDxI4

আগের বই যারা ডাউনলোড করেন নি তারা ডাউনলোড করে নিন

ইংরেজি ভাষা (Spoken English) শেখার জন্য সবচেয়ে সহজ ও ১০০% কার্যকরী বাংলা ই-বুক (পিডিএফ বই ) ... বিশ্বাস না হলে মাত্র 4 এমবি খরচ করে 115 পৃষ্ঠার বইটি ডাউনলোড করে দেখুন
http://adf.ly/1MDxLa
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
এইরকম অসংখ্য শিক্ষণীয় ও কম্পিউটার বিষয়ক বাংলা বই একসাথে পেতে চাইলে এখানে ক্লিক করুন ...
http://adf.ly/1MDxRo
জাস্ট সংগ্রহে রেখে দিন ...আপনার ও আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে

[ ফাইল ওপেন জাতীয় সকল সমস্যার সমাধান]

জিপ ও রার ফাইল ওপেন
কম্পিউটারের জন্যঃ
zip & rar file extract 5.0 beta 6 (x64) .exe
Download Link:
Click Here
অথাবা
Click Here
zip & rar file extract 5.0 beta 6 (x86) 32 .exe
Download Link:
Click Here
অথাবা
Click Here
এন্ড্রোয়েড মোবাইল
Easy Unrar Unzip .apk
Download Link:
Click Here
অথাবা
Click Here

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs)

“ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs) এর 95 পৃষ্ঠার সম্পূর্ণ বাংলা বই বা ই-বুক (pdf বই ) + প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) +টিপস নতুন সিলেবাস অনুযায়ী


৩৫তম বিসিএস প্রিলিমিনারির, বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল ভর্তি, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ...বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য … “ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs) এর 95 পৃষ্ঠার বাংলা বই বা ই-বুক (pdf বই ) + এই বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) + বাংলাদেশ বিষয়াবলী জন্য যে বিশয়গুলো পড়তে হবে সে সম্পর্কিত টিপস নতুন সিলেবাস অনুযায়ী …
জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন ... কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।।
তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না ... কিন্তু এই ই-বুক যে কোন মুহূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে …তাছাড়া আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…!

কেন ডাউনলোড করবেন;

* এই বইটির সব তথ্য , বাজারের নামকরা পাবলিকেশনের বই গুলো থেকে যাচাই বাছাই করে তাদের থেকে শুধু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পরিপূর্ণ ভাবে সাজানো হয়েছে ...
* বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী বই
* প্রত্যেকটা বিষয় পড়ার ও মনে রাখার সুবিধার্থে টেবিল দিয়ে ব্যাখ্যা করা হয়েছে …
* সাম্প্রতিক অর্থাৎ আপডেট সকল তথ্য যুক্ত করা হয়েছে ...
* এখানে প্রায় সকল ইম্পরট্যান্ট তথ্য দেওয়া হয়েছে ফলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিকসংখ্যক প্রশ্ন কমন থাকবে আশা করি...

নোটঃ সঠিক প্রস্তুতিই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। বিসিএস-এ টিকে থাকা এবং মেধাক্রমে শীর্ষে অবস্থান- সব কিছুই নির্ভর করে ভালো প্রস্তুতির উপর। দক্ষতা ও দূর্বলতা চিহ্নিত করে এগিয়ে যান আগামীর দিকে।
এই বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে ...
এবার মোবাইল ভার্সনে নতুন ফিচার যোগ করা হয়েছে ...
তা হচ্ছে বুকমার্ক মেনু ... মানে আপনাকে এখন আর কোন টপিক্স খুঁজতে হবে না ...
আপনি এখন আপনার রিড়ারের বুকমার্ক মেনুতে ক্লিক করলেই দেখবেন অনেক গুলো শিরোনাম দেখাচ্ছে এইবার সেই শিরোনাম থেকে আপনার কাঙ্খিত টপিক্সে ক্লিক করুন দেখবেন সরাসরি সেই পেইজে চলে গেছে ...
আগে এই অপশন শুধু কম্পিউটার পিডিএফ রিড়ারে করা যেত ...
**** এইটা সহজে ট্রাই করার জন্য আপনার স্মার্ট ফোনের এডোব রিড়ারে এই ফাইল ওপেন করলেই নিচের বারে দেখবেন একটা বুকমার্ক আইকন (যা দেখতে স্কুল ব্যাজের মত) সেখানে ক্লিক করলেই অধ্যায়ের মেনু চলে আসবে ...
যা ওয়েব সাইট মেনুর মত কাজ করবে ...
এই ই-বুকের সুবিধাঃ
ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন।
তাছাড়া এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন …
Click here

বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ

নোটঃ

▬▬▬▬
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি
এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...
**** মোবাইল দিয়ে ডাউনলোড করতে যাদের সমস্যা হয় তারা UC Browser দিয়ে ডাউনলোড করুন

Bangladesh Affairs (A Complete Solution for Jobs).zip
সাইজঃ ১২ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫
ডাউনলোড লিংকঃ
Click Here

মোবাইল ভার্সনঃ

Bangladesh Affairs (A Complete Solution for Jobs) Mobile version.pdf
সাইজঃ ৬ এমবি
Click Here
আমার আগের বইগুলো যারা পূর্বে ডাউনলোড করেন নি তারা ডাউনলোড করে নিন
General Knowledge -Bangladesh Affairs (Xclusive Short Technique) by tanbircox
ডাউনলোড লিংকঃ
Click Here
Xclusive General Knowledge Bangladesh by tanbircox
ডাউনলোড লিংকঃ
Click Here
General Knowledge (Bangladesh) by tanbircox.pdf
ডাউনলোড লিংকঃ
Click here
Bangladesh Affairs  for BCS & job Exam by tanbircox.pdf
Click Here
Bangladesh at a Glance by tanbircox
ডাউনলোড লিংকঃ
Click here
Brief History & Historical place in Bangladesh by tanbircox.pdf
ডাউনলোড লিংকঃ
Click Here
Brief History Of Bangladesh by tanbircox.pdf
ডাউনলোড লিংকঃ
Click Here
Complete History of Bangladesh (Bangladesh Affairs  for BCS) by tanbircox.pdf
ডাউনলোড লিংকঃ
Click Here
General Knowledge (Mixed ) by tanbircox.pdf
ডাউনলোড লিংকঃ
Click Here
মোবাইল ভার্সন (সবগুলো একসাথে কমপ্রেস করা )
General Knowledge (Bangladesh Affairs) Mobile Version.zip
মোট বইঃ ৭ টি
মোট সাইজঃ ১৭ এমবি
Click Here
বিসিএস প্রিলিতে সাধারণ জ্ঞান [বাংলাদেশ বিষয়াবলী ] অংশে যা যা পড়তে হবে
এ সম্পর্কিত বিভিন্ন বই ফলো করা যেতে পারে
১) সাধারণ জ্ঞানঃ আজকের বিশ্ব
২) প্রফেসরস এর কারেন্ট এফেয়ার্স
৩) বিসিএস এসুরেন্স ডাইজেস্ট
৪) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান
৫) মাধ্যমিক ভূগোল
৬) অর্থনৈতিক সমীক্ষা
সবার আগে একটা তথ্য বহুল বাংলাদেশের ম্যাপ কিনবেন... দেওয়ালে টাঙ্গায় রাখার জন্য নয় ...পেন্সিল দিয়ে মার্ক করার জন্য ... যখন যা পড়বেন তখন তা ম্যাপের উপর চিহ্নিত করে রাখবেন এবং তা মনে রাখার কিছু টেকনিক লিখে রাখবেন ...
এতে মনে তথ্য গুলো অনেক দিন মনে থাকবে
টিটন্স মানচিত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এই বইটা কিনতে পারেন ভালো কাজে দিবে
 বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস বিশ্লেষণ
পূর্ণমান : ৩০
(১) বাংলাদেশের জাতীয় বিষয়াবলী : ০৬
প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দোলন, ১৯৬৬; গণ অভ্যুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন
১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
(২) বাংলাদেশের কৃষিজ সম্পদ : ০৩
শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।
(৩) বাংলাদেশের জনসংখ্যা, ০৩
আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি।
(৪) বাংলাদেশের অর্থনীতি : ০৩
উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষক্ষত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
(৫) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : ০৩
শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানি-করণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
(৬) বাংলাদেশের সংবিধান : ০৩
প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মেŠলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।
(৭) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : ০৩
রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং
এদের ভূমিকা।
(৮) বাংলাদেশের সরকার ব্যবস্থা : ০৩ 
আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও
সংস্কার।
(৯) বাংলাদেশের জাতীয় অর্জন: ০৩
, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরম্নত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচিচত্র, গণমাধ্যম-সংশিস্নষ্ট বিষয়াদি।

আপনার এন্ড্রোয়েড বা স্মার্ট ফোনে পড়ুন যে কোন ফন্টের বাংলা বই ...

এখন এনসিটিবি(NCTB) এর পাঠ্য বই ও বিজয় ফন্টের যে কোন বাংলা বই আপনার মোবাইলে পড়তে পারবেন ...
জাস্ট নিচের ফাইলটা ডাউনলোড করুন ...এই জিপ ফাইলের মধ্যে আপনার সব প্রয়োজনীয় ফাইল দেওয়া কিভাবে ইন্সটল করতে হবে তার ইমেইজ টিপসও দেওয়া আছে
Bijoy Pdf Reader for Android.zip
Click Here

মোবাইলের জন্য সবচেয়ে ভালো ই-বুক রিড়ারঃ

এন্ড্রোয়েড় এর জন্য
PRO_PDF_Reader.apk
কম্পিউটারের জন্য সবচেয়ে ভালো ই-বুক রিড়ারঃ
Foxite_book (pdf) Reader.exe

[ ফাইল ওপেন জাতীয় সকল সমস্যার সমাধান]

জিপ ও রার ফাইল ওপেন

কম্পিউটারের জন্যঃ
zip & rar file extract 5.0 beta 6 (x64) .exe
zip & rar file extract 5.0 beta 6 (x86) 32 .exe
এন্ড্রোয়েড মোবাইল
Easy Unrar Unzip .apk
সীমিত ইন্টারনেট প্যাকেজের ও নেটের স্লো স্পিড়ের জন্য যারা এই ফাইল গুলো অথাবা আমার অন্যান্য ফাইল ডাউনলোড করতে পারছেন না! অথবা যারা ব্যস্তাতার জন্য ডাউনলোড করার সময় পাচ্ছেন না……